রবিবার, ৩রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এনসিপির ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা *** তিন দশকের রাজনীতিতে আমাদের নেতৃত্ব দিয়েছেন দুই শক্তিশালী নারী: মাহফুজ আনাম *** সংস্কার প্রস্তাব নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলবে ঐকমত্য কমিশন *** তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক: তারেক রহমান *** গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার *** যাত্রীর লাগেজটি নড়ছিল, খুলতেই ভেতরে ২ বছরের শিশু *** তারেক রহমান আসবেন, আমাদের নেতৃত্ব দেবেন, পথ দেখাবেন: মির্জা ফখরুল *** ১৮ তলা থেকে পড়ে বেঁচে গেল তিন বছরের শিশু *** ট্রাম্পের হুমকিতেও রাশিয়ার তেল কেনা অব্যাহত রাখবে ভারত *** নৌবাহিনী ও বিমানবাহিনীর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

চীনের ইউনান প্রদেশে মুসলিম নির্যাতন বন্ধ করুন : ইসলামিক মুভমেন্ট বাংলাদেশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩২ অপরাহ্ন, ৯ই জুন ২০২৩

#

আজ ৯ জুন শুক্রবার জুমাবাদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে ইসলামিক মুভমেন্ট বাংলাদেশ কর্তৃক আয়োজিত এবং ইসলামিক মুভমেন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান এড.খায়রুল আহসানের সভাপতিত্বে এক প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল হয়। মিছিল-পূর্ব সমাবেশে বক্তারা চীনা সরকার কর্তৃক ইউনান প্রদেশে মুসলিমদের মসজিদ ভেঙ্গে ফেলা ও মুসলিমদের উপর নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অবিলম্বে মুসলিমদের হত্যা, ধর্ষণ ও নির্যাতন বন্ধ করার জন্য চীন সরকারের নিকট দাবী জানান। অন্যথায় সারাবিশ্বের মুসলিমদের সঙ্গে নিয়ে চীনা পণ্য বর্জন করার ঘোষণা দেওয়ার হুমকি প্রদান করেন।

ইসলামিক মুভমেন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান এড.খায়রুল আহসান তার বক্তব্যে বলেন, সারাবিশ্বের মোড়ল রাষ্ট্রগুলো যেন চীনের নিকট অসহায়ের মত আচরণ করছে। তারা চীনের বিরুদ্ধে কোনও পদক্ষেপ গ্রহণ করতে ভয় পাচ্ছেন। 

চীনের ঋণের ফাঁদে পড়ে অনেক দেশই তার বিরুদ্ধে কোনও যৌক্তিক বিষয়েও কথা বলেন না।

তিনি সকল মুসলিম দেশ এবং ও আই সি কে চীনের উপর চাপ সৃষ্টি করে  ইউনান প্রদেশ সহ  সমগ্র চীনের মসজিদ ভাঙ্গা ও মুসলিমদের উপর নির্যাতন বন্ধ করার আহ্বান জানান এবং বাংলাদেশ সহ সারাবিশ্বের মুসলিমদেরকে চীনের অমানবিক কর্মকান্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। 

তিনি জাতিসংঘের নিকট চীনের ইউনান ও জিনজিয়াং প্রদেশের মুসলিমদের স্বাধীন করার জন্য জাতিসংঘে বিল উত্থাপন করার আহ্বান জানান ।

উক্ত  সমাবেশে আরও বক্তব্য রাখেন নেজামে ইসলাম বাংলাদেশ এর চেয়ারম্যান মাও. হারিসুল হক, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব  আযম খান ও নায়েবে আমির মাও.  আবুল কাশেম কাসেমী, যুগ্ম মহাসচিব  মাও.  মোহাম্মদ হোসাইন আকন, সহকারি মহাসচিব ডা: খালেদ, ইসলামিক মুভমেন্ট বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব মো: নাসির উদ্দিন, যুগ্ম মহাসচিব প্রফেসর হুমায়ুন কবীর প্রমুখ।

আই. কে. জে/

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন